ক্যাম্পেইনে অংশ নেওয়ার
নিয়মাবলি
-
ভালোবাসার মাসে “পুষ্টি চা” নিবেদিত “ভালোবাসার চিঠি” ক্যাম্পেইনটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলমান থাকবে।
-
একজন শুধু একবারই অংশ নিতে পারবেন।
-
অংশ নিতে অবশ্যই নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিতে হবে।
-
ছবি আপলোড করার পর অবশ্যই #pustibhalobasharchithi #pusti #pustitea হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পাবলিকলি শেয়ার করতে হবে।
-
ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনটি ভালোবাসার চিঠি বেছে নেওয়া হবে। এক্ষেত্রে “পুষ্টি চা”র সিদ্ধান্তই চূড়ান্ত।
-
সেরা তিন ভালোবাসার চিঠির জন্য থাকবে পুষ্টি চা”র পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
-
টি. কে. গ্রুপ এবং পুষ্টি চা যেকোনো সময় এই ক্যাম্পেইনটি পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।